এক সপ্তাহের মধ্যে দু'দুটো বড় ঘটনা ঘটলো তার জীবনে। একদিকে প্রকাশিত হল প্রথম অ্যালবাম, অন্যদিকে সপ্তাহ না ঘুরতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবনে প্রবেশ। শুক্রবার রাতে নির্মাতা আশফাক নিপুনের গলায় মালা পরালেন সংগীতশিল্পী এলিটা।
শুক্রবার রাতে রাজধানীর অট্রিয়াম রেস্টুরেন্টে বিয়ে উপলক্ষ্যে উপস্থিত ছিলেন মিডিয়ার অনেক তারকারা। সংগীতশিল্পী ও পরিচালকের বিয়ে- তাই গান ও অভিনয় জগতের কাছের বন্ধুদের উপস্থিতিতেই নতুন জীবনে প্রবেশ করলেন নবদম্পতি। ইরেশ জাকের, কণা, কোনাল, নুসরাত ফারিয়া, তাহসান, মিথিলা, তিশা, মোস্তফা সারোয়ার ফারুকী এবং আরও অনেক তারকা ও নির্মাতা ছিলেন অনুষ্ঠানে।
সঙ্গীতশিল্পী এলিটা প্রায় এক যুগ ধরে গান গাইছেন। তবে তার একক অ্যালবাম 'এলিটা' প্রকাশ হয়েছে ২৪ মে। ওদিকে 'মুকিম ব্রাদার্স' খ্যাত নির্মাতা আশফাক নিপুন সময়ের আলোচিত তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম।
বিডি-প্রতিদিন/৩০ মে ২০১৫/ এস আহমেদ