অবশেষে ঢাকা এসে পৌঁছেছেন 'চেন্নাই এক্সপ্রেস' তারকা দীপিকা পাডুকোন। লাক্সের প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি।
বলিউডের এ অভিনেত্রীর বাংলাদেশে আসার খবর গণমাধ্যম, ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। এর আগে বিভিন্ন সময় বলিউডের শাহরুখ-সালমান বা ক্যাটরিনা কাইফের মতো তারকারা বাংলাদেশ ঘুরে গেলেও এটাই দীপিকার প্রথম বাংলাদেশ সফর। ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করা দীপিকা এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রীদের মধ্যে একজন।
বিডি-প্রতিদিন/৩০ মে ২০১৫/ এস আহমেদ