বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত সর্বশেষ মুভি 'তানু ওয়েডস মানু রিটার্নস' মুক্তি পেয়েছে গত ২২ মে। মুক্তির প্রথম দিনে মুভিটি ৮.৭৫ কোটি রুপি আয় করেছিল। অথচ কিনা মুক্তির দুই সপ্তাহের মধ্যে এটি একশ' কোটি রুপির বেশি আয় করতে সক্ষম হয়েছে। ভারতে ও ভারতের বাইরে মুভিটির সর্বমোট আয় দাঁড়িয়েছে ১০১.৬৭ কোটি রুপি। ট্রেড বিশ্লেষক তরণ আদর্শ এক টু্ইটার বার্তায় একথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
২০১১ সালে মুক্তি পাওয়া 'তানু ওয়েডস মানু'র সিক্যুয়াল হচ্ছে 'তানু ওয়েডস মানু রিটার্নস'। কঙ্গনা অভিনীত প্রথম মুভি হিসেবে বক্স অফিসে একশ' কোটি রুপি আয় করেছে এটি। আনন্দ এল রায় পরিচালিত রোমান্টিক কমেডি ধারার এই মুভিটিতে অারো অভিনয় করেছেন আর মাধবন, জিমি শেরজিল, দীপক দব্রিয়াল।
বিডি-প্রতিদিন/৩০ মে ২০১৫/শরীফ