জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জীবনচিত্র নিয়ে নির্মিত হয়েছে একটি তথ্যচিত্র। ওই তথ্যচিত্রে তার শৈশব-কৈশোরের নানা কথা, সংগীতচর্চা, ব্যক্তিজীবন এবং সংগীতাঙ্গনের বর্তমান অবস্থার বিষয়টি উঠে আসবে। আসছে ঈদ উপলক্ষে 'গানে গানে কিছুক্ষণ' শীর্ষক অনুষ্ঠানে তথ্যচিত্রটি প্রচার হবে। এ ছাড়া ওই অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীনের জনপ্রিয় কিছু গানও পরিবেশিত হবে। সাবিনা বলেন, 'অনুষ্ঠানের থিমটি আমার কাছে চমৎকার লেগেছে। ৪৫ মিনিটের এই তথ্যচিত্রে আমার সংগীত ও ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় উঠে আসবে। সব মিলিয়ে অনুষ্ঠানটির মাধ্যমে দর্শকরা আমার সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে পারবেন। আশা করি, অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।'
তিনি আরও বলেন, 'অনুষ্ঠানের ভাবনাগুলোর মধ্যে রয়েছে নতুন প্রজন্মের শিল্পীরা আমার গানগুলো কীভাবে গাইছে এবং আমার অবর্তমানে গানগুলোর ভবিষ্যৎ কী হবে? এ ছাড়া অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে আমি কয়েকটি গানও গাইব।' 'গানে গানে কিছুক্ষণ' অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন ছাড়া আরও উপস্থিত থাকবেন নবীন শিল্পী মিতালী, লুইপা ও মিমি। অনুষ্ঠানে তারা সাবিনা ইয়াসমীনের জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনাবেন। রাসেল মাহমুদের পরিচালনা এবং রুকসানা কবীর কাকলীর উপস্থাপনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে।
এদিকে, বর্তমানে নতুন কিছু গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাবিনা ইয়াসমীন। এরই মধ্যে তিনি কয়েকটি গানের কথা ও সুর তৈরি করেছেন। শিগগিরই গানগুলোর রেকর্ডিং শুরু করবেন।
এ সম্পর্কে সাবিনা বলেন, 'নিজ উদ্যোগেই নতুন গানের কাজ শুরু করেছি, যদিও গানগুলোতে এখনো কণ্ঠ দেওয়া হয়নি। বর্তমানে গানের কথা ও সুর তৈরি হচ্ছে। গানগুলো ইন্টারনেটের পাশাপাশি অ্যালবাম আকারে প্রকাশ হবে কিনা, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এটুকু বলতে পারি, এ বছর শ্রোতারা আমার একাধিক নতুন গান উপহার পাচ্ছেন।' এর পাশাপাশি মেয়ে বাঁধনের একক অ্যালবামেও তার দুটি নতুন গান থাকছে। সেগুলোর কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী এবং সুর ও সংগীত করছেন মহিদুল হাসান মুন।
তা ছাড়া অচিরেই নতুন সংগীতে পুরনো ১০০ গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার কথা জানিয়েছেন সাবিনা ইয়াসমীন। সম্প্রতি তিনি এর কাজও শুরু করে দিয়েছেন। এর আগেও সাবিনা ইয়াসমীন পুরনো জনপ্রিয় গান নিয়ে তিনটি অ্যালবাম প্রকাশ করেছেন। সবগুলো অ্যালবামই শ্রোতামহলে প্রশংসিত হয়েছে।