স্থপতি দম্পতি মুস্তাফা খালীদ পলাশ ও শাহ্জিয়া ইসলাম অন্তন রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবেও পরিচিত। আসছে জুনের মাঝামাঝি সময়ে দুজনই রবীন্দ্র সংগীতের দুটি ভিন্ন অ্যালবাম শ্রোতাদের উপহার দিচ্ছেন। পলাশের অ্যালবামের নাম 'যদি পড়িয়া মনে' এবং অন্তনের অ্যালবামের নাম 'প্রভু তোমার লাগি'। প্রতিটি অ্যালবামেই আটটি করে গান আছে বলে জানালেন তারা। জুনের মাঝামাঝিতে একসঙ্গে দুই বাংলায় প্রকাশ পাবে অ্যালবাম দুটি।