শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক 'অ-এর গল্প'। বিভিন্ন সত্য ঘটনার নাট্যরূপ নিয়ে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছিল বাংলাভিশনে। ৩ জুন রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটির শেষ পর্ব। ১৭৭ পর্বে শেষ হচ্ছে এটি। 'সব কিছুরই শেষ আছে। অ-এর গল্পও শেষ হচ্ছে'- বললেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান এবং উপস্থাপক শামীম শাহেদ। 'ধারাবাহিকটি জনপ্রিয় ছিল এতে কোনো সন্দেহ নেই। আমাদের পরিকল্পনায় আরও অনেক ধারাবাহিক আছে যেগুলো আরও জনপ্রিয় হবে বলে আশা করছি।'
তানভীর হোসেন প্রবালের পরিচালনায় এই ধারাবাহিক নাটকটিতে দেশের পরিচিত অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি অভিনয় করতেন দেশের বিভিন্ন নাট্যদলের নবীন অভিনেতা-অভিনেত্রীরা। নিঃসন্দেহে ধারাবাহিকের উপস্থাপক শামীম শাহেদের ব্যতিক্রম উপস্থিতি এবং সাবলীল ও নাটকীয় উপস্থাপনা এই ধারাবাহিক জনপ্রিয়তার মূল চাবিকাঠি। কিন্তু তিনি বিনয়ের সঙ্গে বললেন, 'যে কোনো প্রজেক্ট টিম ওয়ার্কের কারণেই সফল হয়। আমাদের প্রজেক্টটিও তাই।
আর আমি টিমের একজন সদস্য মাত্র।' তিনি আরও বলেন, 'দর্শক জনপ্রিয়তা থাকতে থাকতেই যে কোনো নাটক শেষ হওয়া ভালো।
জনপ্রিয়তার সুযোগ নিয়ে দর্শককে বিরক্তিকর অবস্থায় নিয়ে যাওয়া ঠিক নয়। আমরা খুশি, ভালোভাবেই শেষ হচ্ছে।'