জনপ্রিয় হলিউড মুভি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' সিরিজের পরবর্তী মুভি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮' যে ২০১৭ সালে মুক্তি পাচ্ছে তা ইতোমধ্যেই জানিয়েছেন হলিউডের অভিনেতা ভিন ডিজেল। আর এবার মুভিটির পোস্টারও উন্মোচিত হয়েছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮'র পোস্টার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ভিন ডিজেল।
হলিউডের জনপ্রিয় হিট সিরিজ 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস'র এখন পর্যন্ত সাতটি মুভি মুক্তি পেয়েছে। এর প্রতিটি মুভিই বেশ ব্যবসাসফল হয়েছে। 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস'র শুরু থেকেই ভিন ডিজেল এর সঙ্গে যুক্ত রয়েছেন। তার এই মুভি নিয়ে ভালো লাগার কমতি নেই।
ভিন ডিজেলের পোস্ট করা মুভিটির পোস্টারে দেখা যায়, এর পেছন দিকে নিউইয়র্কের ছবি রয়েছে এবং নিচে লেখা রয়েছে 'সামার ২০১৭'। অর্থাৎ ২০১৭ সালের গ্রীষ্মেই যে এটি মুক্তি পাচ্ছে তা নিশ্চিত।
বিডি-প্রতিদিন/৩১ মে ২০১৫/শরীফ