সম্প্রতি বেশ জোরেসোরেই গুঞ্জন উঠেছে যে বদিউল আলম খোকনের 'রাজাবাবু' ছবিতে আঁচলের পরিবর্তে দেখা যাবে ববিকে। কিন্তু নতুন খবর হলো আগে স্ক্রিপ্ট, তারপর ববির সিদ্ধান্ত। 'রাজাবাবু' ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের বিষয়টিকে পুরোপুরি অস্বীকার না করলেও পরোক্ষভাবে তিনি অনেকটা স্বীকারও করেছেন বলা চলে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ববি বলেন, " আগে ফিফটি ফিফটি পরে সিদ্ধান্ত।" এটা আবার কেমন উত্তর- এ বাক্যের প্রত্যুত্তরে ববি বলেন, " এর আগে আঁচলের যে চরিত্রটি ছিল তা অপু বিশ্বাসের তুলনায় অনেকটাই গুরুত্বহীন। আগের স্ক্রিপ্টটি পড়েছি, তাই কিছুটা বদলাতে বলেছি খোকন ভাইকে। তার পক্ষ থেকে জানানো হয়েছে স্ক্রিপ্ট পরিবর্তন করে অপু এবং আমার চরিত্রকে সমান গুরুত্ব দিয়ে পর্দায় পরিস্ফূটন ঘটানো হবে। অর্থাৎ অপুর যদি থাকে ফিফটি, আমারও হতে হবে ফিফটি। তাই অপেক্ষা করছি স্ক্রিপ্টের।"
এদিকে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে 'পিকনিক' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে উঠবেন ববি। নিজের হোম প্রোডাকশনের ছবি 'রক্ষা'র প্রাথমিক কাজকর্মও তিনি সারছেন। এছাড়া ওপার বাংলার বিক্রম চোপড়ার ছবির জন্য মানসিকভাবে তৈরি হচ্ছেন। জানা গেছে, লোকেশন ও ভিসা প্রক্রিয়া শেষ হলেই ছবিটির শ্যুটিং করতে মাল্টায় রওয়ানা দেবে গোটা ইউনিট।
বিডি-প্রতিদিন/ ৩১ মে, ২০১৫/ রশিদা