পুরনো ছবিকে নতুন করে নির্মাণ মানে রিমেক ছবির প্রতি আগ্রহ বাড়ছে নির্মাতাদের। বিষয়টি নতুন না হলেও নির্মাতারা বলছেন এখন মৌলিক গল্পের বড়ই অভাব। আগে ছবি চলত গল্পের জোরে। গল্পের কারণেই সেসব ছবি রিমেক করে ইতিমধ্যে ভালো ফল পাওয়া গেছে। দর্শক আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরেছে। তাই ছবি রিমেক করার ক্ষেত্রে আগ্রহ বাড়াটাই স্বাভাবিক।
চলতি সপ্তাহে দুটি ছবি রিমেকের ঘোষণা এসেছে। এগুলো হলো আশির দশকে আবদুস সামাদ পরিচালিত 'ঝিনুকমালা' ও নব্বই দশকে প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম নির্মিত 'চাঁদনী'। 'ঝিনুকমালা' এবার নির্মাণ করবেন খ্যাতিমান চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু আর 'চাঁদনী' পরিচালনা করবেন এ ছবিরই সে সময়কার নায়ক নাঈম। দুটি ছবিই তখন তুমুল দর্শকপ্রিয়তা লাভ করে। দুটিরই গল্প হচ্ছে প্রেম ও পরিবার প্রধান। এর আগে গত বছর রিমেক করা হয় ষাটের দশকে কাজী জহির নির্মিত 'ময়নামতি' ছবিটি। এটি এবার নির্মাণ করেন জাকির হোসেন রাজু। ছবির নতুন নাম রাখা হয় 'অনেক সাধের ময়না'। যদিও ছবিটি ওই গল্পের ছায়া অবলম্বনে নির্মিত তার পরও রিমেকের কারণে ছবিটির প্রতি দর্শক আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ২০১৩ সালে রিমেক হয় চাষী নজরুল ইসলামের 'দেবদাস'। একই নির্মাতা ছবিটি রিমেক করেন। এর আগে নব্বই দশকে রিমেক ছবির মধ্যে উল্লেখযোগ্য ছিল আমজাদ হোসেনের 'নয়নমণি' ও খান আতার 'সুজন সখী'। এ দুটি রিমেক ছবিও ভালো ব্যবসা করে। এ বিষয়ে চলচ্চিত্রকার আমজাদ হোসেন বলেন, আগে গল্পকে প্রাধান্য দিয়ে ছবি নির্মাণ হতো। এখন চাকচিক্যই প্রধান। গল্পের পাত্তা নেই। ছবিতে যদি শক্তিশালী একটি গল্পই না থাকে তাহলে দর্শক দু-তিন ঘণ্টা সিনেমা হলে বসে থাকবেন কেন? অপু বিশ্বাস বলেন, অভিনেত্রী নয়, আমি দর্শক হিসেবে বলছি, আগে দেখতাম মা-বাবা ও আত্দীয়স্বজনরা ঘটা করে অনেককে নিয়ে একটি ছবি বার বার দেখতেন এবং বাসায় ফিরে অন্যদের কাছে মজা করে সে ছবির গল্প বলতেন। মানে গল্পের কারণে তখন ছবির প্রতি দর্শকের আগ্রহ ছিল প্রধান। এখন মনে হয় গল্পের বিষয়টি গৌণ হয়ে গেছে। তাই এখন সব ছবির প্রতি আগের মতো দর্শক ক্রেজ দেখা যায় না। চলচ্চিত্রবোদ্ধা অনুপম হায়াত বলেন, এখন গল্পের অভাব নেই। অভাব তৈরি হয়েছে রুচিবোধের। মৌলিক গল্প বাদ দিয়ে সবাই ছুটছে তথাকথিত আধুনিক প্রযুক্তি ও নকলের নামে বিষয়বস্তুহীন জগাখিচুড়ি নির্মাণে। ফলে আমাদের ছবি দুঃখজনকভাবে মৌলিকত্ব হারিয়েছে। দর্শক যে এখনো ছবিতে সবার আগে গল্প চায় তার প্রমাণ রিমেক ও গল্পপ্রধান ছবিগুলোর সাফল্য। গল্পের ছবি হিসেবে গত কয়েক বছরে রেকর্ড গড়া ছবির মধ্যে 'মনপুরা' ও 'মোল্লাবাড়ির বউ' বলতে গেলে ইতিহাস গড়েছে। তাই দর্শককে আগে গল্পের ছবি দিতে হবে। তাহলে দর্শক আবার প্রেক্ষাগৃহে ফিরবে এবং দেশীয় ছবির সোনালি দিন ফিরে আসবে।