সালমান খান অভিনীত ‘সুলতান’ সিনেমায় কুস্তিগীরের ভূমিকায় অভিনয়ের জন্য কুস্তি শিখছেন আনুশকা শর্মা। যশরাজ ফিল্মের এই স্পোর্টস ড্রামায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেই কুস্তিগীরদের একটি দলের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। এ জন্য ওই দলটিকে দিল্লি থেকে মুম্বাই নিয়ে আসা হয়েছে। প্রতিদিন ৪ ঘণ্টা করে প্রায় দেড় মাস কুস্তি শিখবেন আনুশকা।
আনুশকা তাঁর টুইটার পেজে প্রশিক্ষণের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নো পেন নো গেন সো জাস্ট ট্রেন’।
আদিত্য চোপড়া প্রযোজিত এই সিনেমা পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। সিনেমার চিত্রনাট্যও জাফরেরই। ছবিতে কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে সালমান খানকেও।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব