ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঘনঘন মীরার ছবি পোস্ট করছেন তিনি। সংবাদমাধ্যমেও বার বার মীরার কথা বলছেন। শোনা যাচ্ছে মিরাকে খুশি রাখতেই এ কাজগুলো করছেন শাহেদ কাপুর। তাই বলে স্ত্রীর বাথরুমের ছবি?
সেটাই করেছেন বলিউড অভিনেতা।
আৎকে ওঠার কারণ নেই। ছবিটি যথেষ্ট ঘোলা করে দেওয়া হয়েছে। সম্ভবত মিরর রিফ্লেকশন ইফেক্ট ব্যবহার করা হয়েছে এবং সেটাও খুবই চাতুর্যের সঙ্গে।
বোঝা গেল, শাহেদের ছবি তোলার হাতও মন্দ নয়।
মীরা রাজপুত আর শাহেদ কাপুরের সুখের সংসার ভাঙবে ভাঙবে করে মাস দুয়েক আগে যে রব উঠেছিল তা ধুয়েমুছে যাচ্ছে সাম্প্রতিক কালে শহিদ আর মীরার প্রেমাক্ত ভাব দেখে। মীরাকে নিয়ে শাহেদ যেন মগ্ন হয়ে আছেন।
কিছুদিন আগেই সংবাদমাধ্যমকে বলেছিলেন যে মীরাকে তিনি রীতিমতো ভয় পেয়ে চলেন।
এর আগে অবশ্য এবার বলেছিলেন তিনি কাউকে ভয় পান না। তবে হঠাৎ তার মধ্যে এ ভীতির অনুপ্রবেশের কারণ নিয়ে অনেকেই কানাঘুষা করছে।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ