রণবীরের সঙ্গে প্রেমে বিচ্ছেদের পর ক্যাটরিনার দিন নেহাত খারাপ যাচ্ছে না। গুঞ্জন উঠেছে ক্যাট এখন ফের পুরনো প্রেমিক সালমানের নৌকায় উঠতে যাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন জায়গায় তাদেরকে একসঙ্গে দেখা গেছে। এমনকি গভীর রাতে দু'জনে লং ড্রাইভেও যাচ্ছেন। পরেরটা তো তারা দু'জনেই জানেন।
কথায় বলে, নদীর এক কূল ভাঙে, আরেক কূল গড়ে। বলিউড তারকাদের প্রেম, ভালবাসা, সংসারও যেন সেই ক্ষরস্রোতা নদীর মতোই। উন্মাদনা নিয়ে বয়ে চলে, বাধা পেলে দিক বদলায়, ভাঙে-গড়ে। প্রেমকুমার সালমান খানের সঙ্গে ক্যাটরিনার রোমান্সের খবর এক সময় বলিউডে ছিল 'হট টক'। একসময় সেই ভালবাসায় চিড় ধরে। ক্যাট গাঁটছড়া বাঁধেন তারুণ্যে ভরপুর রণবীর কাপুরের সঙ্গে। বিয়ের আগেই এক ছাদের নিচে 'ঘর-সংসার' শুরু করেন দু'জনে। দেশে দেশে, সমুদ্র সৈকতে, হোটেল-রিসোর্টে বিবাহপূর্ব 'হানিমুন' করতে গিয়ে পাপারাজ্জির ক্যামেরায় একাধিকবার ধরা পড়েছেন এ জুটি।
অবশেষে যখনই বিয়ের ঘোষণা দেওয়ার কথা বলে দু'জনে মিডিয়ায় নতুন করে আলোচনা তুললেন, তখনই ভাঙনের সুর বেজে উঠলো। কিছুদিনের মধ্যেই ছাদ আলাদা হয়ে গেল দু'জনের। তবে কেউ যেন তাতে বিমর্ষ নন। বেশ আনন্দেই সময় কাটাচ্ছেন দু'জন।
সম্প্রতি নিজের আপকামিং ফিল্ম ফিতুরের প্রচারে গিয়েছিলেন ক্যাট। তাঁর সঙ্গে ছিলেন ফিতুরে তাঁর বিপরীতে অভিনয় করা আদিত্য রয় কাপুরও। ফিল্ম সিটির সেটে তখন শ্যুটিং চলছিল। তখন সেটের সবাইকে অবাক করে দিয়ে সেখানে হঠাত্ই উপস্থিত হন চুলবুল পাণ্ডে (সালমন খান)। সূত্র বলছে, 'এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে স্টেজ থেকে নেমে আসেন ক্যাট। তাঁর সঙ্গে সালমনের দীর্ঘক্ষণ কথা হয়। সেখানেই শেষ নয়। এরপর তড়িঘড়ি নিজের ড্রাইভারকে ক্যাট চলে যেতে বলেন। শ্যুটিং শেষ হওয়ার জন্য সালমন সেখানেই অপেক্ষা করছিলেন। শ্যুটিং শেষ হলে এক গাল হেসে ক্যাট উঠে পড়েন সালমনের গাড়িতে।' এরপর গভীর রাত পর্যন্ত তাঁরা লং ড্রাইভে গিয়েছিলেন বলে সূত্রের দাবি।
এর আগেও কমেডি নাইটস-এর শ্যুটিং-এ এবং সুলতান ছবির পরিচালক আলি আব্বাসের বার্থ ডে পার্টিতে হঠাত্ই দেখা হয়ে গিয়েছিল সালমন-ক্যাটরিনার। রণবীরের সঙ্গে ব্রেক আপ হওয়ার পর বারবার তাঁর এক সময়ের মেন্টর ও প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হওয়াটাকে নেহাতই হেলাফেলা হিসেবে দেখছে না বলিউড। সতীর্থরা বলছেন, তাদের মধ্যে নিয়মিত ফোনে যোগাযোগ হচ্ছে। তারা একসঙ্গে নানা জায়গায় সময় কাটাচ্ছেন। ডিনারে যাচ্ছেন। গভীর রাতে হঠাৎ হঠাৎ দু'জনে হাওয়া হয়ে যাচ্ছেন। এখন শুধু ছাদ এক হওয়া বাকি। তবে পাণ্ডেজির সঙ্গেও কি ক্যাট লিভ-ইন করবেন কিনা তার নিশ্চয়তা অবশ্য দেওয়া যাচ্ছে না এখনও। সবাই এখন তাকিয়ে সময়ের দিকে।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ