বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছে। এসব কনসার্টে গান পরিবেশন করবেন জেমস ও অঞ্জন দত্তসহ দেশ বিদেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা।
লাইভ ইন ঢাকা : সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে লাইভ ইন ঢাকা শিরোনামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। এখানে গান পরিবেশন করবেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী অঞ্জন দত্ত ও তার ছেলে নীল দত্ত। অঞ্জন দত্ত আর নীল দত্তের সঙ্গে মঞ্চে আরও গান করবেন ভাইবোন সন্ধি আর সভ্যতা। রেড ভেলভেট এর আয়োজনে অনুষ্ঠিত হবে এ কনসার্টটি। বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভিরে ঈদ আয়োজনে ২০১৪ সালে ঢাকা এসেছিলে এ সংগীতশিল্পী। সেই বিরতি ভেঙে এবার ঢাকায় আসছেন তিনি।
লাভ মি ডু : রাজধানীর বনানী মাঠে অনুষ্ঠিত হবে ‘লাভ মি ডু’ শিরোনামের কনসার্ট। ভালোবাসা দিবসে গানে গানে শ্রোতাদের মাতাবেন আর্ক ব্যান্ড, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, অর্থহীন ব্যান্ড, আলিফের ফোরটিন্থ ফ্লোর ও মেহরাব।
প্রাণসখা ঢাকা : ভালোবাসা দিবসকে আরো রাঙিয়ে তুলতে শাহবাগে চত্বরে অনুষ্ঠিত হবে প্রাণসখা ঢাকা শিরোনামের কনসার্টটি। এতে গানস গাইবেন জেমস। ব্যান্ডদলগুলোর মধ্যে পারফর্ম করবেন শিরোনামহীন ও জলের গান। তাছাড়াও এ আয়োজনে আরো একজন গান গাইবেন তিনি হলেন- রেজওয়ানা চৌধুরী বন্যা। শহর পরিচ্ছন্নতায় জনসচেতনতা তৈরীর লক্ষ্যে ঢাকা সিটি কর্পোরেশন, বিজ্ঞাপনী সংস্থা মাত্রার উদ্যোগে অনুষ্ঠিত হবে এ কনসার্টটি।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ আয়োজনে কনসার্টের পাশাপাশি থাকব গুণীজনের কথা, ঢাকার ঐতিহ্যের প্রদর্শনী, ঢাকাইয়া খাবারের আয়োজন, নাচ, কবিতা আবৃত্তি। এ আয়োজনের কিছু অংশ চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব