ভালোবাসা দিবস উপলক্ষ্যে মিউজিক ভিডিও আকারে ডিভিডিতে প্রকাশ পেয়েছে সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজার একক গানের অ্যালবাম ‘অপেক্ষার পর’। গানটিতে পূজার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক ও ক্লাসিক্যাল গানের শিল্পী মো. শোয়েব। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন বেলাল খান, সংগীতায়োজনে সাজিদ সরকার। ভিডিও পরিচালনায় ফজলে রাব্বী।
পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয়েছে। এতে শোয়েব এবং পূজার পাশাপাশি মডেল হয়েছেন ইফতেখারউদ্দিন বান্তি ও অন্বেষা। ইতোমধ্যে ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হয়েছে।
এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল ক্লাসিক্যাল ধাঁচের একটি গান করার। এবার গানটি করতে পেরে খুব ভালো লাগছে। গানটির জন্য সবার কাছ থেকে বেশ ইতিবাচক রেসপন্স পাচ্ছি।’ পূজা আরও বলেন, ‘শোয়েব ভাইয়ার গায়কী আমার পছন্দ। সেই ভাবনা থেকেই তার সঙ্গে দ্বৈত গাওয়া।’
শোয়েব বলেন, ‘গানটিতে পূজার গায়কী আমাকে মুগ্ধ করেছে। ভিডিডিটিও হয়েছে চমৎকার। আশাকরি সময়ের সঙ্গে সঙ্গে গানটি শ্রোতাদের মনে ভালোভাবে জায়গা করে নেবে।’ ‘অপেক্ষার পর’ প্রকাশ করেছেন সিডি চয়েস।
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা