নবীন কন্ঠশিল্পী শাহরিয়ার বাঁধনের গান নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে সংগীত বিষয়ক সর্ট ফিল্ম 'পরান সখি'। গানটি ভালোবাসার বিসর্জন গল্প নিয়ে তৈরী।
এতে অভিনয় করেছে সূর্য, স্নিগ্ধা ও ফাহিম। গানটি লিখেছেন ও সুর করেছেন এস.আই.শহীদ। কম্পোজিশন করেছেন করেন সচি সামস।
গল্পটি রাজশাহীর মনোরোম দৃশ্যে নির্মান করেছেন তরুন নির্মাতা জাহিদ ফেরদৌস অয়ন। গানটি সম্প্রতি অডিও লেভেল জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে বাজারজাত করা হয়।
গানটি শাহরিয়ার বাঁধনের নিজস্ব ইউটিউব চ্যানেল সহ দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/ হিমেল-০৪