বলিউডের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক কমল হাসান 'সাবাশ নাইড়ু' নামে অ্যাকশন কমেডি ধাঁচের একটি মুভি বানাচ্ছেন। তিন ভাষার এই মুভিটির সহকারী পরিচালক হিসেবে কাজ করবের তার ছোটো মেয়ে আকশারা হাসান। আর এটির পরিচালক হলেন রাজীব কুমার। আগামী মাসে যুক্তরাষ্ট্রে মুভিটির শুটিং শুরু হচ্ছে বলে একটি সূত্র জানায়। খবর অাইএএনএস'র
লক্ষণীয় হলো, এই প্রথম কমলের কোনো মুভিতে তার দুই মেয়ে কাজ করছেন। মুভিটিতে কমলের বড় মেয়ে শ্রুতি হাসান তার এক মেয়ের চরিত্রে অভিনয় করবেন।
তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় নির্মিতব্য 'সাবাশ নাইড়ু'র মুভির অন্য তারকারা হলেন রাম্য কৃষ্ণ ও মানু নারায়ণ। মে মাসের ১৬ তারিখ থেকে যুক্তরাষ্ট্রে এর শুটিং শুরু হবে। সেখানে এর ৮০ শতাংশ শুটিং হবে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৬/শরীফ