হালের আলোচিত মডেল কারার মাহমুদ নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ইউএসএ প্রবাসী সংগীত শিল্পী নীলার কণ্ঠে 'একটা জীবন' শিরোনামের এই গানে তার বিপরীতে দেখা যাবে মডেল সায়রাকে। রোমান্টিক ও টানাপোড়েরের গল্প নিয়ে গানটি কথা লিখেছেন শিল্পী নীলা নিজেই। আর সুর করেছেন পলাশ। মিঠুন দেবনাথের পরিচালনায় গত সপ্তাহে ঢাকার মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ হয়েছে।
ক্যারিয়ারের তৃতীয় এই মিউজিক ভিডিও সম্পর্কে কারার মাহমুদ বলেন, মিউজিক ভিডিওটির কনসেপ্টটি খুবই চমৎকার। গানের ভিডিওতে দর্শকরা একটি রোমান্টিক এবং টানাপড়েনের গল্পের আভাষ পাবেন। আমার বিশ্বাস এটি সকলের হৃদয় ছুঁয়ে যাবে। আশা করছি সকলের কাছে গান এবং মিউজিক ভিডিও দুটোই উপভোগ্য হবে।
ডিজি সুগার প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওটি বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। খুব শিগগির এটি বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সোশাল মিডিয়ে প্রকাশ করা হবে জানা গেছে।
এদিকে, আগামী ১১ তারিখ থেকে শুরু হচ্ছে কারারের নতুন বিজ্ঞাপনের শুটিং। এছাড়া সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে আরও কয়েকটি নামী পণ্যের বিজ্ঞাপনে কাজ করবেন বলে জানিয়েছেন কারার মাহমুদ।
প্রসঙ্গত, এখন পর্যন্ত ২০টি স্বনামধন্য প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন কারার মাহমুদ। এসব বিজ্ঞাপনের মধ্যে আইডিএলসি কার লোন, বিএফএল ফয়েল অ্যালুমিনিয়াম ও আরএফএল টেল প্লাস্টিক উল্লেখযোগ্য।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/মাহবুব