অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি ‘দ্য মামি'-তে অভিনয় করছেন টুম ক্রুজ। আর পার্শ্বচরিত্রে থাকছেন রাসেল ক্রো। এমনটাই শোনা যাচ্ছে।
'দ্য মামি'-তে টম ক্রুজ প্রধান ভূমিকায় অভিনয় করবেন এই খবরটা সকলেই জানা। তবে এখন শোনা যাচ্ছে ওই ছবিতে পার্শ্বচরিত্রে রাসেল ক্রোকে দেখা যাবে। প্রযোজনা সংস্থা ‘ইউনিভার্সাল পিকচার্স’-এর ইচ্ছা তাদের ক্লাসিক মনস্টার মুভিগুলোকে নতুন করে তৈরি করবে। সব ঠিকঠাক থাকলে ২০১৭ সালে মুক্তি পাবে 'দ্য মামি'।
বিডি-প্রতিদিন/ ০৭ মে, ২০১৬/ আফরোজ