এইমস থেকে ছাড়া পেলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ডাক্তারদের পরামর্শে আজ শনিবার দুপুরেই বাড়ি ফিরে আসেন বাবুল। তবে চিকিৎসকেরা তাকে আপাতত আগামী ৩-৪ দিন বিশ্রাম নেওয়ারই পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার রাতে মেয়েকে বিমানবন্দর থেকে আনার সময়ে রাজধানীর রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন বাবুল। সেই সময় একটি গাড়ি এসে তার মোটরসাইকেলে ধাক্কা মারলে গুরুতর আহত হন মন্ত্রী।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিল্লিতে, একেবারে মন্ত্রীর বাড়ির কাছে মতিবাগ এলাকায়। ঘটনার পরেই তাকে এইমসে নিয়ে যাওয়া হয়। রাতে করা হয় বেশ কয়েকটি পরীক্ষা। তবে, আজ কেন্দ্রীয় মন্ত্রীর কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হয়। এরপরেই ডাক্তাররা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ০৭ মে ১৬/ সালাহ উদ্দীন