এতদিন পরে ঘুম ভাঙলো প্রাচী দেশাইয়ের। বুঝতে পারলেন, একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করে ক্যারিয়ারে ক্ষতিই হচ্ছে তাঁর। আর এ কারণে এখন পর্যন্ত কোন ছবিতেই প্রাচীকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় না।
প্রাচীর ভাষ্য, ‘‘আমি যে একই ধরনের চরিত্রে কাজ করতে চাইছি, এমনটা কিন্তু নয়। আসলে পছন্দমতো স্ক্রিপ্টই পাই না। তাঁর দাবি, অন্য রকম চরিত্রে তাকে সুযোগ দেওয়া উচিত নির্মাতাদের। তবেই তিনি নিজের দক্ষতা দর্শকের সামনে তুলে ধরতে পারবেন।
আগামী ১৩ মে মুক্তি পাবে প্রাচীর অভিনীত ছবি ‘আজহার’। ছবিতে ক্রিকেটার আজহারউদ্দিনের প্রথম স্ত্রী নৌরিনের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/মাহবুব