উষ্ণতা ছড়িয়ে খবরে এসেছেন তিনি বারবার। এবার ম্যাগাজিনের প্রচ্ছদে উষ্ণতা ছড়িয়ে ফের খবর হলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।
পুরুষদের একটি লাইফস্টাইল ম্যাগাজিনের কভারে রাধিকাকে একেবারেই অন্য রূপে দেখা গেছে। স্বল্প পোশাকের 'অহল্যা তারকা'কে ম্যাগাজিনটির মে সংখ্যায় ব্যতিক্রমী লুকে দেখা যাবে।
সম্প্রতি রাধিকা আপ্তের একটি শর্টফিল্ম মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবি ‘ফোবিয়া’। এছাড়া রজনীকান্তের বিপরীতে ‘কাবালি’ ছবিতে অভিনয় করেছেন রাধিকা। দুটি ছবিই আগামী ২৭ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ মে, ২০১৬/ আফরোজ