বলিউডের খ্যাতিমান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সঞ্জয় লীলা বানসালির 'বাজিরাও মাস্তানি' মুভিটি ব্যাপক সাফল্য পেয়েছে। এ সাফল্যের ধারাবাহিকতায় বানসালির পরবর্তী প্রজেক্ট কী হচ্ছে এ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে বেশ আগ্রহ রয়েছে। শোনা যাচ্ছে, বানসালির পরবর্তী মুভিটি সুলমান আলাউদ্দিন খিলজি ও মেওয়ারের রানী পদ্মাবতীর প্রতি তার চরম ভালোবাসা কেন্দ্রিক। এটি নায়কবিরোধী [এন্টি হিরো] একটি মুভি হবে। আর মুভিটির নাম হতে পারে 'পদ্মাবতী'।
উল্লেখ্য, বানসালি এর আগে একই গল্পের উপর একটি অপেরা নির্মাণ করেছেন যা প্যারিস ও রোমে প্রদর্শিত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/৯ মে ২০১৬/শরীফ