এক প্রযোজকের দায়ের করা মামলা-মোকদ্দমার বাড়তি ঝামেলা পেরিয়ে ফের ব্যস্ততার সাগরে ডুব দিয়েছেন ঈশানা। জামিন নিয়ে ডানা মেলছেন অভিনয়ের রাজ্যে। একটি আপকামিং টেলিভিশনের জন্য নির্মিতব্য ধারাবাহিক 'এক পা দুই পা'-এ অভিনয় করছেন এ লাস্যময়ী।
জানা গেছে, বিশাল বাজেটের এই ধারাবাহিকটি পরিচালনা করছেন ফেরদৌস হাসান রানা। নাটকে 'নিভা' চরিত্রে দেখা যাবে ঈশানাকে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ঈশানা বলেন, "এই ধারাবাহিকটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। নিয়মিত শ্যুটিং করছি উত্তরার একটি হাউজে। এতে আরও অভিনয় করেছেন ইমন, সুমাইয়া শিমু ও অপূর্ব। তবে কাহিনী নিয়ে আপাতত কিছু বলতে চাচ্ছি না। এতোটুকু বলতে পারি সামাজিক প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই নাটকটি।"
উল্লেখ্য, ঈশানা অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। এগুলোর মধ্যে 'সম্রাট', 'তুমি আসবে বলে' ও 'হাই সোসাইটি' উল্লেখযোগ্য।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ আফরোজ