দার্জিলিংয়ে শ্যুটিং করে কলকাতায় ফিরলেন ববি। গত ২৩ এপ্রিল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজ প্রোডাকশন ববস্টার ফিল্মসের ব্যানারে নির্মিত 'বিজলী' ছবির মহরত অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। এরপর ২৭ এপ্রিল ছবির গোটা ইউনিট উড়াল দেয় কলকাতায়। আর দুদিন পর চলে যায় দার্জিলিংয়ে। সেখানে শ্যুটিং শেষে আজ কলকাতায় ফিরেছেন তারা।
মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে ববি বলেন, "দার্জিলিংয়ে শ্যুটিং শেষে আজ সোমবার সকালে কলকাতায় ফিরলাম। আবহাওয়া কিছুটা প্রতিকূলে থাকায় শ্যুটিংয়ে বেগ পেতে হয়েছে গোটা ইউনিটকে। এবার প্রস্তুতি নিচ্ছি কলকাতায় টুকটাক কিছু শ্যুটিংয়ের। "
এ ছবিতে অভিনয় করছেন পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর প্রত্যাবর্তন ঘটলো তার। 'বিজলী' ছবিতে ববির বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গের মডেল ও অভিনেতা রণবীর।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ আফরোজ