গত ৪ মে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখে ঢাকাই চলচ্চিত্রের সঙ্গে জড়িত অনেকেই চমকে যান। নিউ ইয়র্ক থেকে ফেসবুক স্ট্যাটাসে কাজী মারুফ লিখেছেন, 'উইথ মাই ওয়াইফ।' আকাশ থেকে পড়েন অনেক ভক্ত। তাহলে কি কাজী মারুফ বিবাহিত! চারিদিকে আলোচনা শুরু হয়।
ঘটনা একেবারে গুজব নয়। ঢাকাই ছবির নায়ক কাজী মারুফ বিয়ে করেছেন তিন বছর আগেই। এমনকি তার ঘরে একটি সন্তানও রয়েছে। এতদিন বিয়ের খবরটি চেপে রেখেছিলেন তিনি। এবার নিজেই তা প্রকাশ করে দিলেন।
মারুফের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ক্যারিয়ারের স্বার্থেই মারুফ এতদিন বিয়ের খবর চেপে রেখেছিলেন। পরিচালক-প্রযোজকদের অনুরোধও ছিল। কারণ যে বছর (২০১৩) মারুফ যখন বিয়ে করেন সেই বছরই পর্দায় আসে তার 'দেহরক্ষী' ও 'ইভটিজিং' ছবি দু'টি। হাতে ছিল 'সর্বনাশা ইয়াবা' ছবিটি। আরও কয়েকটি ছবি নিয়ে কথাবার্তা চলছিল। যেগুলোর মধ্যে 'ছিন্নমূল', 'বিধ্বস্থ', 'শোধ প্রতিশোধ' উল্লেখযোগ্য। আর নায়ক-নায়িকা বিবাহিত শুনলে দর্শকরা অনেক সময় ভালোভাবে নেয় না। তাই ওই সময় বিষয়টা চেপে যাওয়া হয়।
জানা গেছে, মারুফের স্ত্রীর নাম রাইসা। তিনি নিউইয়র্ক প্রবাসী। ২০১৩ সালে তাঁদের বিয়ে হয়। বিয়েটাও হয় নাটকীয়ভাবে। ফোনে ফোনেই বিয়ের কাজ সারেন তারা। ইতোমধ্যে তাঁদের ঘরে এসেছে এক কন্যা সন্তানও। ছয় মাস বয়সী এই কন্যা সন্তানের নাম কাজী আরিশা।
মারুফের বিয়ের বিষয়টা গোপন করা প্রসঙ্গে তার বাবা কাজী হায়াৎ জানিয়েছেন, পরিচালকদের অনুরোধে তার বিয়ের খবরটি গোপন রাখা হয়েছিল। ওরা ভালোবেসেই একে অপরকে বিয়ে করেছে। ওরা ভালো থাকুক এটাই কামনা।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ