র্যাম্পের গণ্ডি পেরিয়ে ছোট পর্দা এবং বড় পর্দায় আলোর দ্যুতি ছড়িয়েছেন রুহি। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে লন্ডনে অবস্থান করছেন এই মডেল ও অভিনেত্রী। সাংসারিক মায়াজালে আটকা পড়লেও থেমে নেই তার ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা। শিগগিরই দেশে ফিরে রুপালি জগতে প্রত্যাবর্তন করবেন বলে বাংলাদেশ প্রতিদিনকে জানান রুহি।
মুঠোফোনে তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ মে দেশে ফিরব। কাজ করব মনসুরের ‘সিনেমা’ নামক একটি চলচ্চিত্রে। বাকিটা দেশে ফিরে অফিসিয়ালি সবাইকে জানাবো।'
রুহি আরও বলেন, 'অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাবো। তাই চলতি বছরের শেষের দিকে লন্ডনের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে।’
রুহি অভিনীত মনসুর আলীর পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’ এবং অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবি দুটি প্রশংসিত হয়েছে। মুক্তি পায়নি ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’। ওপার বাংলার ‘গ্ল্যামার’ নামের একটি ছবিতেও কাজ করেছেন তিনি। ‘একাত্তরের সংগ্রাম’ ছবির কাজ করতে গিয়েই ব্রিটিশ প্রবাসী বাংলাদেশি নির্মাতা মনসুর আলীর সঙ্গে সখ্য গড়ে ওঠে রুহির। এরপর তা রূপ নেয় প্রেমে। ২০১৪ সালের সেপ্টেম্বরে বিয়ের মধ্য দিয়ে তাদের সম্পর্কের সফল সমাপ্তি ঘটে। আর গত ডিসেম্বরে পুত্র সন্তানের মা হন রুহি।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ আফরোজ