দিপীকা পাডুকোন এখন ব্যস্ত 'ত্রিপুল এক্স' এর শুটিংয়ে। এ সুযোগে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন রণবীর সিং । হঠাৎ প্রাকশ্যে চুমু খেয়ে বসলেন এক মহিলা ভক্তকে।
দিপীকার অনুপস্থিতিতে এমন মারাত্মক কাণ্ডই বাধিয়েছেন রণবীর সিং। ফ্লার্ট করাটা 'ফান লাভিং' রণবীর সিংয়ের স্বভাবের দোষ। আর সেই দোষেই এবার একটু বেশি এগিয়ে ফেলেছেন 'ফ্লার্ট কিং'।
তবে এ চুমু নিছকই ভক্তকে দেওয়া একটু ঠোঁটের ছোঁয়া। তাই বলে 'বাজিরাও'-এর এমন আচরণে কি একটুও রুষ্ট হবেন না 'মস্তানি'?
বিডি প্রতিদিন/ ১১ মে, ২০১৬/ হিমেল-১৯