''আমার সামনে যদি কোনো গুণ্ডাপাণ্ডা আসে তাহলে নিজেই এখন ঠেকাতে পারব। কারণ এখন আমি সত্যি সত্যিই মারপিট করতে পারি। অনেকেই হয়তো এ কথায় হেসে উঠতে পারেন। কিন্তু দিব্যি দিয়ে বলছি, মারপিট শিখে গেছি।'' 'রক্ত' সিনেমার প্রাথমিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই বললেন পরীমণি।
সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে চুক্তিবদ্ধ হন হালের আলোচিত এই অভিনেত্রী। 'রক্ত' নামের নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারি। মূলত, ভাই হত্যার প্রতিশোধ তুলে ধরা হবে অ্যাকশন নির্ভর এ ছবিতে। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে পরীমণিকে। তার জন্য এ ধরনের 'ফাইটার' চরিত্র হয়ে উঠেছে অনেকটাই চ্যালেঞ্জিং।
তাইতো নিজেকে ঘষে-মেঝে ফাইটার হিসেবে তৈরি করছেন পরীমণি। শুধু ফাইটার নয়, শিখছেন স্কেটিংও। ইতোমধ্যে ট্রেনিং নেওয়া শুরু করেছেন এই অভিনেত্রী।
বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ''দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ী লোকেশনে অনুষ্ঠিত হবে এ ছবির শুটিং। এমনকি তাড়া করতে হবে শত্রুদের। মোকাবেলা করতে হবে প্রতিপক্ষকে। তাই মারপিটটা একটু বেশিই রপ্ত করে ফেলেছি।''
এদিকে আরও একটি ছবিতে গতকাল মঙ্গলবার চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। সৈকত নাসিরের পরিচালনায় 'পাষাণ' নামের ছবিতে দেখা যাবে তাকে। জানা গেছে, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুটিং শুরু হবে এ অ্যাকশন রোমান্টিক ধাঁচের ছবিটির।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৬/মাহবুব