ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনীভিত্তিক মুভি 'আজহার'র সফলতার জন্য প্রার্থনা করতে দিল্লির বিখ্যাত 'নিজামুদ্দিন দরগাহ' শরীফে গিয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। এ সময় তার সঙ্গে মোহাম্মদ আজহারউদ্দিনও ছিলেন। গত সোমবার তারা মাজারটিতে গিয়েছিলেন বলে স্থানীয় নিউজ পোর্টাল ডেক্যান ক্রনিকলস তাদের এক প্রতিবেদনে জানায়।
'আজহার' মুভিটি পরিচালনা করেছেন টনি ডি' সুজা। আগামী ১৩ মে এটি মুক্তি পাচ্ছে। এতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন নার্গিস ফাখরি। এছাড়া অভিনয় করেছেন প্রাচী দেশাই।
এদিকে, 'আজহার' মুভির সফলতা কামনা করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনও। এক টুইট বার্তায় তিনি মুভিটির কলাকুশলীদের জন্য এ সফলতা কামনা করেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের
বিডি-প্রতিদিন/১১ মে ২০১৬/শরীফ