মুক্তি পেল 'রাজ' থার্ড ইনস্টলমেন্ট 'রাজ রিবট' টিজার। দর্শকদের সামনে বরাবরই নতুন রহস্য নিয়ে হাজির হয় 'রাজ' সিরিজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। টিজারেই মিলছে প্রমাণ। যদিও ৪০ সেকেন্ডের এই টিজারে দেখা মেলেনি নায়ক-নায়িকার। কিন্তু সাউন্ড এফেক্ট ও গ্রাফিক্সে ইতিমধ্যে ভয় ছড়িয়েছে ইউটিউবে।
এবারে 'রাজ' থার্ড ইনস্টলমেন্টে থাকছেন ইমরান হাশমি, গৌবর আড়োরা ও কৃতী কারবান্ডা।
'রাজ রিবট' ছাড়া এবছর মুক্তি মিলছে ইমরান হাশমির 'আজহার'। সেখানে আজহারের নাম ভূমিকার রয়েছেন নায়ক। বিপরীতে প্রাচী দেশাই ও নার্গিস ফাকরি। আপাতত বিতর্কের জালে বন্দি 'আজহার'। অনেকে বলছেন, এটা আজহারের বায়োপিক নয়। আজহারকে সামনে রেখে ব্যবসা করার এক প্ল্যান কষেছেন নির্মাতারা।
বিডি-প্রতিদিন/ ১১ মে ১৬/ সালাহ উদ্দীন