ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। তিনি বলেছেন, (তিনি) মোদি দেশের জন্য এখন পর্যন্ত যেসব কাজ করছেন তা সহজ নয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সম্প্রতি ভারতীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ৪২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘ভারতের জন্য তিনি (নরেন্দ্র মোদী) এখনও পর্যন্ত যা করেছেন তা করা খুব সহজ নয়। মোট কথা দেশ ও দেশের মানুষের জন্য তিনি যা করেছেন তা সত্যিই অতুলনীয়।’
রাজনীতিতে আসার পরিকল্পনা আছে কি-না সাংবাদিক এমন প্রশ্নের উত্তরে ঐশ্বরিয়া স্পষ্ট করে বলেন, আমি একজন ভালো মা, নারী, স্ত্রী এবং দেশের এক দায়িত্বশীল নাগরিক হিসেবে থাকতে চাই।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব