পর্নো তারকা থেকে বলিউডের পুরো দস্তুর তারকা বনে যাওয়া সানি লিওন দেশটির চলচ্চিত্র নির্মাতাদের একপ্রকার বিপদেই ফেলে দিয়েছেন। কোনো রকম চুম্বনের দৃশ্য না থাকলেই তিনি কারো মুভিতে অভিনয় করবেন বলে আজকাল সাফ জানিয়ে দিচ্ছেন। কোনো মুভিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার আগে সানি নাকি সংশ্লিষ্টদের এমনই শর্ত বেধে দিচ্ছেন। তবে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। কিন্তু চুম্বন দৃশ্য থাকা যাবে না!
সানির এমন অনড়তায় বড় বেকায়দায় পড়ে গেলেন চলচ্চিত্র নির্মাতারা। কারণ আজকাল বলিউডের মুভিতে অন্তরঙ্গ দৃশ্যে চুম্বন একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে, চুম্বন ছাড়া কি অন্তরঙ্গ দৃশ্য হয়। তাই তাদের মাথায় হাত। সানিকে কীভাবে এ ব্যাপারে রাজি করানো যায় এ নিয়ে ভাবনায় পড়ে গেছেন তারা।
গত কয়েকটি মুভিতে সানিকে পর্দায় সহ-অভিনেতাদের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে বেশ সতর্ক দেখা গেছে। হোক সেটা 'এক পাহেলি লীলা, 'ওয়ান নাইট স্ট্যান্ড', 'কুচ কুচ লোচ্চা হ্যা' এবং 'মাস্তিজাদে'। খবর ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ