এ বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পাবে আমির খানের পরবর্তী ছবি 'দঙ্গল'। ছবির প্রচারের কাজও শুরু করে দিয়েছেন আমির। 'দঙ্গল' নিয়ে ব্যস্ততার মধ্যেই নিজের পরবর্তী ছবি 'সিক্রেট সুপারস্টার'-এর কাজও একটু একটু করে এগোচ্ছেন আমির।
কিন্তু শুরুতেই বেশ বড় ধাক্কা খেল 'সিক্রেট সুপারস্টার'। ছবির কাজ থেকে সরে দাঁড়ালেন ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকা অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান।
ছবির হিরো আমিরের উপর বিরক্ত হয়েই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন রহমান! কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? জানা গেছে প্রায় এক বছর ধরে 'সিক্রেট সুপারস্টার'-এর সাউন্ড ট্র্যাক বানানোর কাজ করছিলেন এ আর রহমান আর প্রসূন যোশী। এ আর রহমান অনেক দিন ধরেই আমিরকে সাউন্ড ট্র্যাক শোনার জন্য অনুরোধ করছিলেন। কিন্তু সময় দিচ্ছিলেন না আমির! আর তাতেই নাকি প্রচণ্ড বিরক্ত হয়ে শেষমেশ কাজ ছেড়ে বেরিয়ে গেলেন এ আর রহমান আর প্রসূন যোশী।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন