মাসব্যাপী মধুচন্দ্রিমা শুরু করেছেন বলিউড তারকা বিপাশা বসু ও করন সিং গ্রোভার। গত ৩০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। বিয়ের পর পরই মধুচন্দ্রিমায় উড়ে যান মালদ্বীপ। মালদ্বীপের সমুদ্র তীরেই জমে উঠেছে বিপাশা-করনের রোমান্স। মালদ্বীপে ছুটি কাটিয়ে এ জুটি আবার উড়ে যাবেন আমেরিকায়।
মালদ্বীপ থেকে বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিপাশা। এর মধ্যে তাদের বিছানার ছবিও রয়েছে। হোটেল কর্তৃপক্ষ রুম সাজিয়েছেন দারুন রোমান্টিক লুকে। সেই ছবিও দিয়েছেন।
জানা গেছে, দু'জনই পছন্দ করেন সমুদ্র। হানিমুনের জন্যও তারা তাই বেছে নিয়েছেন সমুদ্র সৈকতকেই। আর প্রথমে গিয়েছেন সেই সৈকতে যেখানে নিউ ইয়ার উদযাপনের পর বিপাশার হাতে দেখা গিয়েছিল এনগেজমেন্ট রিং।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ