যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি অনেকটা গোপনেই দীর্ঘদিনের বন্ধু জেন গুডেনাফকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বিয়েটা গোপনে সারলেও বিবাহ পরবর্তী সংবর্ধনা বেশ ঢাকঢোল পিটিয়েই করছেন তিনি। এজন্য পুরোদমে প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে বাবা-মাসহ প্রীতির স্বামী জেন সম্প্রতি ভারতে এসেছেন। প্রীতিকে সম্প্রতি তাদের সঙ্গে মুম্বাই এয়ারপোর্টে একত্রে দেখা গেছে।
যাহোক, এখন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে পর্যাপ্ত সময় দিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি প্রীতি নিজের মা ও জেনের বাবা-মা এবং শ্বশুরবাড়ির অন্যান্য লোকজনদের নিয়ে আগ্রার বিখ্যাত তাজমহলে গিয়েছিলেন। সেখানে ভালোবাসার এই প্রতীকের সামনে দাঁড়িয়ে সবার সঙ্গে ছবিও তুলেছেন প্রীতি। 'পারফেক্ট ফ্রেম' বটে! খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৩ মে ২০১৬/শরীফ