আজ থেকে আলিশাকে অজান্তে ভালোবাসবে সাইমন। তবে বাস্তবে নয়, বড় পর্দায়। আজ সারাদেশে মুক্তি পাচ্ছে সাইমন-আলিশা অভিনীত 'অজান্তে ভালোবাসা' ছবিটি। এ জে রানা পরিচালিত এই ছবি নিয়ে সাইমনের প্রত্যাশা অনেক। কারণ এটি তার ক্রাইসিস মুহূর্তে করা।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে সাইমন বলেন, 'এ চলচ্চিত্রটি আমার অনেক আপন। এ কথা বলছি কারণ এই চলচ্চিত্রটি আমার অনেক ক্রাইসিস মুহূর্তে করা। এ জন্যে এটিকে অনেক কষ্টের একটি চলচ্চিত্রও বলতে পারেন। আমার জীবনের দুর্দিনে এই চলচ্চিত্রে অভিনয় করেছি। এছাড়া অনেকের সঙ্গে নানা ঝামেলায় জড়িয়ে পরেছিলাম সেই সময়। তবে পরবর্তীতে ঝামেলা মিটিয়ে ফেলেছি। এতে আমার মেধা-শ্রম রয়েছে। রয়েছে ভালোবাসা, আবেগ, স্বপ্নও। তাই আশা করছি, চলচ্চিত্রটি ভালো হবে।'
এতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আলিশা-সাইমন। এটি আলিশা অভিনীত তৃতীয় চলচ্চিত্র। ২০১৪ সালে শুটিং শুরু হয় এই চলচ্চিত্রটির। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়। শুটিং শেষ হলেও কিছু সমস্যার কারণে এতদিন মুক্তি পায়নি চলচ্চিত্রটি। অজান্তে ভালোবাসা চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন কমল সরকার, ও প্রযোজনা করছে সূর্য চলচ্চিত্র।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-০৫