অন্য আর পাঁচটা দিনের মতোই শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়িকা। কিন্তু শ্যুটিং চলাকালীন যে এমন ঘটনা ঘটবে তা ঘুণাক্ষরেও টের পানননি তিনি। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করার সময় হঠাত্ই তাঁর পোশাক সম্পূর্ণ ছিঁড়ে দেওয়া হয়। প্রায় নগ্ন অবস্থায় কোনক্রমে লজ্জা বাঁচিয়ে সেট থেকে বেরিয়ে যান তিনি।
ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েন ভারতের ত্রিচুরের বাসিন্দা ওই নায়িকা। পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেন। তিনি জানান, যখন সিনেমার প্রস্তাব নিয়ে পরিচালক স্নেহজিত্ তাঁর কাছে আসেন, তখন ওই বিতর্কিত দৃশ্য সম্পর্কে কোনও কথা বলেননি। ফলে এমনটা যে হবে তা তিনি জানতেন না। এমনকী চিত্রনাট্যেও এমন দৃশ্যের কথা কোথাও লেখা ছিল না। নায়িকার বয়ান অনুযায়ী মামলা রুজু করেছে মহিলা সেল। একই ঘটনায় পৃথক একটি মামলা রুজু করেছে কালিয়ার পুলিশ। সূত্র: এই সময়।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ