মারপিটে মজেছেন পরীমণি। তবে বাস্তবে নয় রূপালি পর্দার জন্যই তিনি শিখছেন এ মারামারি। জাজ মাল্টিমিডিয়ার নির্মিতব্য 'রক্ত' ছবিতেই মুলত তাকে মারামারি করতে দেখা যাবে।
ভাই হত্যার প্রতিশোধ তুলে ধরা হবে অ্যাকশন নির্ভর এ ছবিতে। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে পরীমণিকে। ছবিতে তিনি প্রতিপক্ষের মোকাবেলা করে তাড়া করবেন শত্রুদের।
আর তাইতো নিজেকে ঘষে-মেঝে ফাইটার হিসেবে তৈরী করছেন পরী। শুধু ফাইটার নয় শিখছেন স্কেটিংও। ইতোমধ্যে ট্রেনিং নেয়া শুরু করেছেন এই অভিনেত্রী।
ছবিটির শুটিং দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ী লোকেশনে অনুষ্ঠিত হবে। তাই মারামারিটা মনে হয় একটু বেশীই রপ্ত করে ফেলছেন পরী।
বিডি প্রতিদিনি/ ১৩ মে, ২০১৬/ হিমেল-০৬