সম্প্রতি বেশ কয়েকটি খবরে দাবি করা হয়েছে যে বলিউডের তুলনামূলক নতুন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নাকি তার বাবার বাড়ি ছেড়ে আলাদা থাকছেন। তবে এমন গুজব নাকচ করে দিয়েছেন তিনি। বাবা-মাকে ছাড়া থাকার কথা তিনি চিন্তাই করতে পারেন না সংবাদ মাধ্যম আইএএনএসকে জানিয়েছিলেন। শ্রদ্ধার ভাষায়, 'না, আমি অন্য কোথাও স্থানান্তর হচ্ছি না। এটা আদৌ সত্যি নয়। আমি আমার বাবা-মার সঙ্গে বেশ ভালো আছি।'
তবে নতুন খবর হলো, শ্রদ্ধা নাকি সত্যিই বাবা-মায়ের কাছ থেকে আলাদা থাকছেন। তিনি নাকি হোটেলে উঠেছেন। তা অবশ্য একটি মুভির শুটিং স্পটে সহজে যাতায়াতের জন্য।
'ওকে জানু' নামে একটি মুভিতে অভিনয় করছেন শ্রদ্ধা। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত নিজেদের বাড়ি থেকে শুটিং স্পট কোলাবায় যেতে তার কষ্ট হয়। তাই সেখানকার তাজ হোটেলে একটি রুম ভাড়া নিয়েছেন যা শুটিং স্পটের কাছাকাছি। আর এ থেকেই বাবার বাড়ি ছেড়ে যাওয়ার গুঞ্জন ছড়ায় গণমাধ্যমে! খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৩ মে ২০১৬/শরীফ