গতকাল শুক্রবার ছিল সানি লিওনের জন্মদিন। তাকে নিয়ে তো মানুষের আগ্রহের কোন শেষ নেই। সানি মানেই মানুষের উন্মাদনা। এবার তাই আজ সানি লিওন সম্পর্কে জেনে নিন এমন কিছু তথ্য, যেগুলো হয়তো আপনি জানেন না।
১) সানি লিওনের স্টেজে পারফর্ম করার জন্য আরও একটি নাম আছে। সেটি হল - কারেন মালহোত্রা।
২) সানির উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। আর তার ওজন ৫০ কেজি।
৩) সানি লিওন চেয়েছিলেন একজন নার্স হতে। কিন্তু পরে তিনি হয়ে যান পর্ন স্টার। আর এখন তো তিনি বলিউড ফিল্মের অভিনেত্রীও বটে।
৪) জিসম ২ দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় সানি লিওনের। কিন্তু তার বলিউডে যাত্রা শুরু হওয়ার কথা ছিল মোহিত সুরির কলিযুগ ফিল্ম দিয়ে। কিন্তু টাকায় না পোষানোয় সানি ওই ফিল্ম করেননি।
৫) বলিউড ফিল্মে কাজ শুরুর আগে সানি লিওন মোট ৪ বার ভারতে ঘুরতে গিয়েছিলেন।
৬) সানি শুধু পর্ন ফিল্মে অভিনয়ই করেননি। ৪২ টি পর্নফিল্ম তিনি পরিচালনা করেছেন!
৭) সানি লিওনের আসল নাম হল করণজিত্ কৌর বোহরা।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-০২