বলিউডের খ্যাতনামা পরিচালক রাম গোপাল ভার্মা কুখ্যাত স্মাগলার বীরাপ্পানের উপর একটি বায়োপিক নির্মাণ করছেন। মুভিটির জন্য একটি বিশেষ গান [অাইটেম] খুঁজছিলেন ভার্মা ও নির্মাতা শচীন যোশি। এজন্য তারা শেষ পর্যন্ত রাম গোপাল ভার্মারই ২০০১ সালে মুক্তি পাওয়া মুভি 'কোম্পানি'র 'খালাস' গানটা বেছে নিয়েছেন। আর এই আইটেম গানটিতেই জেরিন খানকে নতুন রূপে দেখতে পাবেন দর্শকরা। গানটিতে সেক্সি ও উদ্যাম রূপে আবির্ভূত হবেন তিনি।
আজ জেরিন খানের জন্মদিন। আর এই বিশেষ দিনেই গানটি রিলিজ দিতেন সংশ্লিষ্টরা। তাই এ নিয়ে বেশ উচ্ছ্বসিত জেরিন নিজেই। জেরিনের ভাষায়, 'এ নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। আমার জানা ছিল না আমি এত উদ্যাম এক্সপ্রেশন দিতে পারব কিনা। যারা গানটি দেখেছে তারা এর প্রশংসা করেছে এবং আমার জন্মদিনে গানটি মুক্তি দেয়ার শচীনের সিদ্ধান্তে আমি আবেগ আপ্লুত হয়েছি।' খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৪ মে ২০১৬/শরীফ