ক্যাটরিনা কাইফ ও রনবীর কাপুরের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে 'তৃতীয় ব্যক্তি' হিসেবে অভিনেত্রী আলিয়া ভাটের নাম শোনা গিয়েছিল। তখন খবরে বলা হয়েছিল, রনবীরের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন অালিয়া। এর প্রেক্ষিতেই ক্যাটরিনার সঙ্গে রনবীরের দূরত্ব তৈরি হয়। যদিও এক অনুষ্ঠানে এ খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন ক্যাটরিনা ও আলিয়া উভয়েই। তারা উভয়েই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু বলে তখন জোরগলায় বলেছিলেন।
সম্পর্ক ভাঙা-গড়ার চলমান খবর ও বিতর্কের মাঝেই নতুন চমকপ্রদ খবর হলো, ক্যাটরিনা নাকি এখন আলিয়ার কথিত প্রেমিক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করছেন! ক্যাট ও সিদ্ধার্থ তাদের নতুন মুভি 'বার বার দেখো'তে শুটিং করছেন। সময় পেলেই শুটিংয়ের ফাঁকে তারা নাকি খোশগল্পে মেতে উঠছেন। বিষয়টি সেটের অন্যান্যদেরও চোখ এড়ায়নি। এছাড়া ক্যাটরিনা রনবীরের সঙ্গে যে ফ্ল্যাটে উঠেছিলেন সম্প্রতি সেটি ছেড়ে বান্দ্রায় নতুন একটি ফ্ল্যাটে উঠেছেন। আর কাকতালীয়ভাবে বা ইচ্ছাকৃতভাবেই হোক তার নতুন ফ্ল্যাটটি সিদ্ধার্থের ফ্ল্যাটের বেশ কাছাকাছি! এই খবরে অালিয়ার নিশ্চিতভাবেই মন খারাপ হওয়ার কথা! খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৪ মে ২০১৬/শরীফ