আমির খানের ‘দঙ্গাল’ ছবিতে বলিউড সুপারস্টারের মেয়ের ভূমিকায় দেখা যাবে ফাতিমা সানা শেখকে। কিন্তু কে এই ফাতিমা? কমল হাসানের বিখ্যাত ছবি ‘চাচী ৪২০’? সেখানে সেই যে ছোট মেয়েটি ভারতের জীবন্ত কিংবদন্তি অভিনেতার মেয়ে চরিত্রে অভিনয় করেছিলেন, সেই মেয়েটিই এখন সুন্দরী ফাতিমা।
এদিকে, কয়েক বছরে ফাতিমা বেশ কয়েকটি সিনেমা করেছেন। কিন্তু একটা ছবিও বাণিজ্যিক সাফল্য পায়নি। দঙ্গাল নিঃসন্দেহে একটি বড় ব্রেক ফাতিমার কাছে। এর উপরেই নির্ভর করছে বলিউডে তার ক্যারিয়ার। আশা করা যায়, পরীক্ষায় উত্তীর্ণ হবেন ফতিমা।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব