ল্যান্ড রোভার, জাগুয়ার, মার্সিডিজ ও বিএমডব্লিউ শব্দগুলো উচ্চারিত হলে চোখের সামনে ভেসে উঠে বিলাসবহুল কিছু গাড়ির প্রতিচ্ছবি। বিশেষ করে সেলিব্রিটি ওয়ার্ল্ডে এ ধরণের গাড়ির ব্যবহার একটু বেশিই পরিলক্ষিত হয়। সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীও কেনেন একটি বিএমডব্লিউ আই৮। বলিউড তারকাদের কাছে এ ধরণের ঘটনা অনেকটাই ডাল-ভাতের মতো হয়ে গেছে।
বর্তমানে ঢাকাই তারকারাও কোনো অংশে কম যান না। তারাও বা পিছিয়ে থাকবেন কেন? এবার বিএমডব্লিউ কিনলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। শুক্রবার রাতে একটি বিএমডব্লিউ গাড়ি যোগ হয় তার বহরে। জানা গেছে, অনেকটা শখের বশেই এই বিলাসবহুল গাড়ি কেনেন তিনি। এমনকি ফেসবুকে বেশ কয়েকটি গাড়িসহ ছবিও আপলোড করেছেন পরীমণি।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব