অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার পর বলিউডের হাল সেনসেশন রনবীর কাপুর যেন খোশমেজাজেই আছেন। ঋষি কাপুরের ছেলে রনবীর গত মাসে মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় একটি বড়সড় ফ্ল্যাট কিনেছেন। ফ্ল্যাটের দাম কত জানেন? ৩৫ কোটি রুপি! ২,৪৬০ বর্গফুটের এই ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম নাকি ১.৪২ লাখ রুপি! আর প্রতি বর্গফুটের দামের বিচারে এটি নাকি পালি হিলে রেকর্ড সর্বোচ্চ।
সম্প্রতি নির্মিত অভিজাত ভবন ১২ তলাবিশিষ্ট 'বাস্তু পালি হিল'র ৭তম তলায় অবস্থিত রনবীরের ফ্ল্যাটটি। এর রয়েছে দুটি পার্কিং সুবিধা। এছাড়া ১২ তলার এই টাওয়ারটি রনবীরের কৃষ্ণ রাজ বাংলোর বেশ কাছাকাছি।
বলিউড সেলিব্রেটিরা ফ্ল্যাটসহ অন্যান্য সম্পত্তিতে বিনিয়োগকেই নিরাপদ হিসেবে দেখে থাকেন। যেমন গত বছর দুই অভিনেতা অক্ষয় কুমার এবং আমির খানও আলাদাভাবে মুম্বাইয়ের ওরলি ও পালি হিলে ফ্ল্যাট কিনেছেন। হস্তান্তরের জন্য প্রস্তুত অভিজাত স্কাইলার্ক টাওয়ারের ৩৯ তলায় অক্ষয়ের ফ্ল্যাটটি অবস্থিত। এজন্য ২৮ লাখ রুপি দিতে হয়েছে তাকে। এর আগে ২০১৪ সালে একই টাওয়ারের ৩৭তম তলায় ৪১.১৪ কোটি রুপি দিয়ে একটি ফ্ল্যাট কিনেন আরেক অভিনেতা অভিষেক বচ্চন। তবে আমির কত টাকা দিয়ে তার পালির ফ্ল্যাটটি কিনেছেন তা জানা যায়নি। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ