এক যুগ আগে ২০০৪ সালে দার্জিলিংয়ের বিখ্যাত সেন্ট পলস স্কুলটি আলোচনায় এসেছিল শাহরুখ খানের 'ম্যায় হু না' ছবির মাধ্যমে। ছবিটির প্রায় ৯০ ভাগ শ্যুটিং হয় দার্জিলিংয়ে। আর ৯০ ভাগের ৬০ ভাগ হয় এই সেন্ট পলস স্কুলে। সেই সেন্ট পলসকে এবার দেখা যাবে বাংলাদেশের বড় পর্দায়। গল্পের প্রয়োজনে ববি অভিনীত 'বিজলী' ছবির প্রথম লটের শ্যুটিং সম্পন্ন হয়েছে এখানে। দার্জিলিংয়ের শ্যুটিং শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন ববি।
এর অাগে, গত ২৩ এপ্রিল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ববির নিজ প্রোডাকশন ববস্টার ফিল্মসের ব্যানারে নির্মিত 'বিজলী' ছবির মহরত অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। এরপর ২৭ এপ্রিল ছবির গোটা ইউনিট উড়াল দেয় কলকাতায়। আর দুদিন পর চলে যায় দার্জিলিংয়ে। সেখানে শ্যুটিংশেষে ৯ মে কলকাতায় ফিরেন তারা।
বাংলাদেশ প্রতিদিনকে ববি বলেন, "গল্পে সেন্ট পলের মতো একটি স্কুলের প্রয়োজন ছিল। তাই এই লোকেশনটা বেছে নিয়েছিলাম। দার্জিলিংয়ে শ্যুটিং করতে বেশ সমস্যা হয়েছে। আবহাওয়া কিছুটা প্রতিকূলে থাকায় শ্যুটিংয়ে বেগ পেতে হয়েছে গোটা ইউনিটকে। ভোর ৪টায় উঠতে হতো সবাইকে। কারণ আলোর স্বল্পতার কারণে সকাল-সকাল শ্যুটিংয়ে চলে যেতে হতো আমাদের। এছাড়া মাঝে বৃষ্টিও ভুগিয়েছে।"
ববি আরও বলেন, "দু'একদিনের মধ্যে দ্বিতীয় লটের শ্যুটিং শুরু করবো। এবার প্রস্তুতি নিচ্ছি গাজীপুরের কয়েকটি লোকেশনের শ্যুটিংয়ের।"
উল্লেখ্য, এ ছবিতে অভিনয় করছেন পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর প্রত্যাবর্তন ঘটলো তার। 'বিজলী' ছবিতে ববির বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গের মডেল ও অভিনেতা রণবীর।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ আফরোজ