শেষ হতে চলেছে ‘ত্রিপল এক্স’ শুটিং। তাই মুম্বাইয়ের জন্য ব্যাগ গোছাচ্ছেন দীপিকা। এখন থেকেই ইমোশনাল হয়ে পড়ছেন নায়িকা। আসলে ‘ত্রিপল এক্স’র সহ অভিনেত্রী নিনা ডোভরিভের সঙ্গে বেশ ভাব জমে উঠেছে দীপিকার। এই বন্ধুত্বও এখন পিছু টানছে দীপিকাকে। সম্প্রতি দুজনে মিলে একটি ইমোশনাল সেলফি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
‘ত্রিপল এক্স’ ছবি দিয়ে হলিউডে পা রাখতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সূত্রের খবর, অ্যাকশন নির্ভর এই ছবিতে নায়ক-নায়িকা কেউই ড্যামি নিচ্ছেন না। এমনকি দীপিকাও নয়। এছবিতে ভিনের বিপরীতে দেখা যাবে নায়িকাকে।
গত বছরে দীপিকা অভিনীত ‘পিকু’ ও ‘বাজিরাও মস্তানি’র মতো ছবি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ‘পিকু’র জন্য তার ঝুলিতে ফিল্মফেয়ার পুরস্কারও আসে। তাই নতুন কাজের জন্য সাহস ও আত্মবিশ্বাস নিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন দীপিকা। তার বলেন, 'আমি খুব খুশি কারণ আমার কঠিন পরিশ্রম কাজে লেগেছে। খুব আলাদা একটা অনুভূতি।’
ছবিটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। তাই নিজের একশো শতাংশ দেওয়ার জন্য তৈরি দীপিকা।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৬/ হিমেল-০৮