ঘর থেকে বেরোতে পারবেন না বলিউড অভিনেতা সালমান খান। কড়া নির্দেশ চিকিৎসকদের। এসি চালিয়ে ঠান্ডাঘরে বিশ্রাম নিতে হবে তাকে।
এখন ক’দিন ‘সুলতান’-এর শুটিংও বন্ধ থাকতে পারে। তবে দুশ্চিন্তার কিছু নেই। তিনি সুস্থই আছেন। আপাতত সুস্থ নয় তার মাথার চুল।
তাই নতুন করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে তাকে। তার জন্যই চলবে না মাথা গরম করা। অর্থাৎ মাথায় রোদ লাগানো একদম বন্ধ। তার জেরেই আপাতত গৃহবন্দী তিনি।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৬/ হিমেল-১০