আগামী ১৯ মে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ওইদিন গ্যালারিতে উপস্থিত হয়ে খেলার দেখার খুবই ইচ্ছা ছিল কেকেআর মালিক বলিউড বাদশা শাহরুখ খানের। আর এই ইচ্ছা পূরণ করতে গিয়েই অপমনিত হলেন শাহরুখ!
আসলে খেলা দেখার জন্য কানপুরের হোটেল ল্যান্ডমার্ক বুক করতে চেয়েছিলেন কিং খান। কিন্তু ল্যান্ডমার্কের মালিক বিকাশ মালহোত্রা শাহরুখের পিএ-র সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেন, তার পক্ষে হোটেলের ঘর দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ ঘরগুলো আগেই বুক করা হয়ে গেছে। কিন্তু কানপুরে তো একটাই পাঁচতারা হোটেল রয়েছে। তাই শাহরুখ অ্যান্ড কোং তাহলে এখন কী করবেন?
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৬/মাহবুব