ছোট্ট মোগলি আর বাগিরা গাছের ডাল ধরে ধরে লাফ দিয়ে জঙ্গল পাড়ি দেয়া কিংবা বানরদের খপ্পরে পড়ে কিং লুইয়ের প্রাসাদে মৃত্যুর মুখোমুখি হওয়া। কখনও দাবানলের মধ্যে শের খানের সঙ্গে দুঃসাহসিক লড়াই। 'জঙ্গল বুক' ছবির এইসব দৃশ্য দেখে কখনো রোমাঞ্চিত, কখনো শিউরে ওঠে দর্শক। ছবি দেখতে দেখতে মোগলি, রক্ষা, বালু, বাগিরা, মোগলির ভাইবোনেদের প্রতি ভালোবাসায় মন ভরে যায়। মনে হতে থাকে সত্যি বুঝি পৌঁছে গেছেন আকিলা, কা, ইক্কিদের দেশে।
কিন্তু চমকে ওঠার মতো তথ্য হলো জন ফ্যাবরু পরিচালিত 'জঙ্গল বুক' ছবির শ্যুটিং কিন্তু হয়েছে একটি ঘরের মধ্যে। আমেরিকার লস অ্যাঞ্জেলসের ওয়্যারহাউসে হয়েছিল এর শুটিং। লিঙ্কে ক্লিক করে দেখে নিন কেমন করে তৈরি হয়েছিল জনপ্রিয় ছবি 'জঙ্গল বুক'।
বিডি-প্রতিদিন/ ১৮ মে, ২০১৬/ আফরোজ